মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে চাচাত ভাইয়ের ছুরির আঘাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে গত সোমবার সন্ধা সাড়ে ৫টায় উপজেলার অমরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুস সোবাহানের পুত্র মমিনুল ইসলাম সালিশের কথা বলে ডেকে নিয়ে গিয়ে আব্দুল সামাদ মন্ডলের পুত্র চাচাত ভাই আব্দুল হোসেনকে (৩০) তার বাড়িতে বুকে ছুরিকাঘাত করে। এসময় ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। সংবাদ পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য দিমেক হাসপাতালে প্রেরণ করে। ঘটনার পর হতে হত্যাকারীসহ বাড়ীর সকলেই পলাতক রয়েছে। এঘটনায় চিরিরবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।