মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রাণীরবন্দরে পৃথক দু’টি চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের সন্নিকট থেকে সাতনালা গ্রামের সাতনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর ইসলাম ওরফে বাবুর একটি মোটর সাইকেল এবং ১ অক্টোবর বুধবার এডুকেয়ার কোচিং সেন্টার থেকে নশরতপুর গ্রামের বকখাওয়াপাড়ার জনৈক ছাত্রের একটি বাই-সাইকেল চোরেরা চুরি করে নিয়ে গেছে।