মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এসইউপিকে এনজিওসমূহ সহযোগিতা করেন। র্যালিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আফতাবউদ্দিন মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আয়ুবর রহমান শাহ্, মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, সমাজসেবা কর্মকর্তা মো. মইনুল ইসলাম উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু হল রুমে ‘‘অসচেতনতাই শিশু বিবাহের অন্যতম কারন’’ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। বির্তকে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তৌহিদা বুলবুল মৌরী শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
প্রেরক,
মো. রফিকুল ইসলাম
মোবা. ০১৭৫৭৯৭০৩২১
চিরিরবন্দর, দিনাজপুর