
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে গত ৭ ডিসেম্বর রোববার জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। র্যালিটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এ উপলক্ষে উপজেলা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম। সভায় প্রেসক্লাব সভাপতি আকতার হোসেন, এলাকা পরিচালক আব্দুর রউফ সরকার, জহুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। ওইদিন সকালে রাণীরবন্দরে রাণীরবন্দর জোনাল অফিসের ডিজিএম আবু উমাম মো. মাহবুবুল হকের নেতৃত্বে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।