
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে ভুয়া শ্রমিক, চৌকিদার ও অনুপস্থিত শ্রমিকদের উপস্থিতি দেখিয়ে অতি দারিদ্র্যদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর টাকা আত্নসাতের মহোৎসব শুরু হয়েছে।
জানা গেছে, উপজেলায় গত ১৯ এপ্রিল থেকে শুরু হয় দ্বিতীয় পর্যায়ের এ কর্মসূচী। কর্মসূচির আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের ৪৮টি প্রকল্পে ১হাজার ৩৮৩ জন শ্রমিকের তালিকা রয়েছে। কিন্তু বাস্তবে শ্রমিক সংখ্যা অর্ধেকেরও কম রয়েছে। প্রতিটি প্রকল্প এলাকায় প্রকল্পের নাম, শ্রমিকের সংখ্যা, বরাদ্দকৃত টাকার পরিমাণ এবং প্রকল্প কমিটির সভাপতির নাম সম্বলিত সাইনবোর্ড লাগানের নিয়ম থাকলেও কোন প্রকল্পে সাইনবোর্ড দেখা যায়নি। এলাকাবাসীর অভিযোগ শ্রমিকের তালিকা তৈরির সময় দরিদ্র লোকদের বাদ দিয়ে অবস্থাসম্পন্ন লোক ও দলীয় নেতাকর্মীর নাম দেয়া হয়েছে। গত সোমবার সরেজমিন আব্দুলপুর ইউনিয়নে বালাপাড়ার রাস্তায় ৩৩ জনের স্থলে ১৭জন, লালদিঘী পাথারীপাড়া রাস্তায় ১৬জনের স্থলে ৭জন, অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর বেলতলী হতে সন্তেতাষপাড়া হয়ে রাজাপুর পাকা রাস্তা পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে ১৬জনের স্থলে ৫জন, ভিয়াইল ইউনিয়নের পূর্ব ভিয়াইল মৌজার কাঁকড়া নদীর ঘাট থেকে শুরু করে ইউপি সদস্য মোকছেদুলের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে ৪৩জনের স্থলে ২৬জনকে কাজ করতে দেখা গেছে। এছাড়াও বেশ ক’টি প্রকল্প ঘুরে একই চিত্র দেখা যায়। আরো জানা গেছে, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী ও ব্যাংক কর্মকর্তার সঙ্গে আতাত করে বেশ কিছু ভুয়া নাম দিয়ে প্রতি সপ্তাহে মজুরির টাকা উত্তোলন করে ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন। এছাড়া অনুপস্থিত শ্রমিকরা প্রকল্পের ট্যাগ অফিসার ও সুপারভাইজারদের সঙ্গে রফাদফা করে পুরো সপ্তাহের উপস্থিতির প্রতিবেদন দাখিল করে টাকা উত্তোলন করে কমিশন আদায় করছেন।
ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী শাহ জানান, শ্রমিকদের নির্ধারিত প্রকল্প ছাড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা ঘাট মেরামতের জন্য কাজে লাগানো হচ্ছে। ফলে পরিদর্শন টিম নির্ধারিত প্রকল্প পরিদর্শনকালে শ্রমিকদের অনুপস্থিতি লক্ষ্য করছেন। ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ইউএনও স্বাক্ষরিত সাপ্তাহিক উপস্থিতির প্রতিবেদনের ভিত্তিতে জব কার্ডের মাধ্যমে শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, প্রকল্প শুরুর প্রথম দিকে কিছু কিছু শ্রমিকের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে মনিটরিং ব্যবস্থা জোরদার করায় তেমন কোন সমস্যা নেই।