সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে দূর্গাপুজার শান্তি শৃঙ্খলায় ৭৭০ জন আনসার নিয়োগ

মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার জন্য ৭৭০ জন আনসার-ভিডিপি সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা আনসার-ভিডিপি দপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে আয়োজিত সমাবেশে উপজেলার ১৩৮টি পূজা মন্ডপের জন্য ৭৭০ জন আনসার ভিডিপি সদস্য নিয়োগ দেয়া হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইন্চার্জ মোঃ আনিছুর রহমান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ আবু সাঈদ।