মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দর উপজেলার পলীতে নির্মানাধিন দূর্গা প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কে বা কারা উপজেলার ৮নং সাইতাড়া ইউনিয়নের পূর্ব সাইতাড়া চড়কডাঙ্গা বারোয়ারী দূর্গা মন্ডব মন্দিরে দূর্গা প্রতিমা ভাংচুর করে। পরের দিন শুক্রবার সকালে জনৈক গণেশ চন্দ্র রায়ের স্ত্রী মন্দিরে ঝাড়ু দিতে গিয়ে প্রতিমা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। এতে প্রতিমা ভাংচুরের ঘটনা জানাজানি হয়ে যায়। প্রতিমা ভাংচুরের প্রতিবাদে সকাল ১১টায় চড়কডাঙ্গা বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পূজা কমিটির সভাপতি নিতেন্দ্র নাথ রায় জানান, আমরা ভাঙ্গা প্রতিমা দিয়ে এখানে এ বছর পূজা না করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো জানান, গত রাতে সাড়ে ১১টা পর্যন্ত আমরা পূজার চাঁদা তুলেছি। তখনও প্রতিমাগুলো ভাল ছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমনিুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) শম্ভু দাস গুপ্ত সুমন, ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন শাহ্ এবং র্যাব-৫’র প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ত্ততি চলছে।