
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে নিঁেখাজের ২ দিন পর নদী হতে চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকের ক্ষত বিক্ষত ও ২২ দিন পর পুকুর হতে প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ। গতকাল সোমবার সকালে আত্রাই নদীর চকরামপুর ঘাটে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন লাশটি নদী থেকে উপরে তুলে চিরিরবন্দর থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। লাশ উদ্ধারকারী চিরিরবন্দর হাটখোলার হাফেজ মোঃ মশিউর রহমান জানান, উদ্ধারের সময় লাশের মুখমন্ডল ক্ষত বিক্ষত, মুখের সামনের অংশের দাঁত ভাঙ্গা ও পিঠে অস্ত্র দিয়ে কোপ মারার চিহ্ন দেখা গেছে। লাশের স্ত্রী লায়লা আরজুমান্দ জানায়, গত ২৩ জুলাই শনিবার রাত সাড়ে ৮টায় তার স্বামী বাড়ী হতে বেরিয়ে যায়। রাত গভীর হলেও বাড়ী না ফেরায় তার স্ত্রী মোবাইল ফোনে কল দিলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আতœীয় স্বজনদের বাড়ীতে খোজ করে না পেয়ে গত রোববার চিরিরবন্দর থানায় লিখিতভাবে অবগত করলে চিরিরবন্দর হাট খোলার জয়নাল আবেদীনের জামাতা ও দুর্গাপুর সরকারপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক সরকারের পুত্র মাসুদকে পুলিশ আটক করে। আটক মাসুদ জানায়, শনিবার রাতে শিক্ষক রফিকুল ইসলাম, আব্দুলপুর গ্রামের আবু হোসেন শাহ ওরফে আবুগদার পুত্র নুরুল হক শাহ, চিরিরবন্দরের হাসিম উদ্দিন শাহ ওরফে হাইসোর পুত্র মহসিন চিরিরবন্দর হাট খোলার কংকরের পুত্র পরেশ রবিদাসসহ অটোবাইক যোগে সদর উপজেলার উলটগাঁ গ্রামের আনন্দ ঠাকুর পাড়ার পার্শ্বে জুয়ার আসরে তারা যোগ দেয়। মাঝ রাতে ডিবি পরিচয়ে একদল লোক জুয়ার আসরে হামলা চালালে আসর ছত্রভঙ্গ হয়ে যে যার মতো করে পালিয়ে যায়। অপরদিকে উপজেলার পুনট্টি তেলীপাড়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র সামাদুল হক (১৬) নামের এক প্রতিবন্ধী গত ৪ জুলাই সোমবার রাতে তারাবীর নামাজ পড়ার কথা বলে বাড়ী হতে বেরিয়ে যাওয়ার পর নিঁেখাজ হয়। পরিবারের লোকজন জানায়, গতকাল সোমবার বেলা ১১টায় বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে কাপড় ভাসতে দেখে কয়েকজন যুবক পানিতে নেমে কাপড় ধরে টান দিলে একটি গলিত লাশ দেখতে পায়। পরে লাশটি উপরে তুললে কাপড় দেখে পরিবারের লোকজন সনাক্ত করে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, পুকুর হতে উদ্ধারকৃত লাশের পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফন কাজ সম্পন্ন করা হয়েছে এবং নদী হতে উদ্ধারকৃত স্কুল শিক্ষকের লাশের ব্যাপারে ময়না তদন্ত ছাড়া আপাতত কিছু বলা যাচ্ছেনা।