মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা হরতাল নিরুত্তাপভাবে পালিত হয়েছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতাল সমর্থকরা রাণীরবন্দরে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। বর্তমানে উপজেলায় ২ প্লাটুন বিজিবি, পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। হরতালে রিক্সা-ভ্যান চলাচল করলেও কোন ভারি যানবাহন চলাচল করেনি।