
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি মৎস্য সম্প্রসারণ প্রতিনিধির মাঝে বাইসাইকেল প্রদান এবং বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। গত ১৯ অক্টোবর সোমবার রাত ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রংপুর বিভাগের মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় চিরিরবন্দর উপজেলায় মনোনয়নকৃত ১২জন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধির প্রত্যেককে বাই-সাইকেল প্রদান করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদ’র সভাপতিত্বে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী মিসেস শাহীন আলী, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা আলহাজ্ব জেডএইচ মোহাম্মদ আলী শামীম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ্, সম্পাদক অধ্যক্ষ আহ্সানুল হক মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, মৎস্য কর্মকর্তা শামসুল হকসহ সরকারী কর্মকর্তা, দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়ও মন্ত্রী খোচনা, ওকড়াবাড়ী ও চিরিরবন্দর দূর্গামন্ডপসহ খানসামা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।