সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে পারিবারিক সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

Pic Manabbandhonমো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সহিংসতা প্রতিরোধে মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৪টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নে সামাজিক সুরক্ষা দলের আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় ছোট বাউল গ্রামের কমলাকান্তের বাগানে পারিবারিক সহিংসতা প্রতিরোধে এক মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহকারী প্রকল্প সমন্বয়কারী উম্মে কুলসুম বেবী, উপজেলা সমন্বয়কারী কামরুন নেছা, সাংবাদিক মোরশেদ উল আলম, ইউপি চেয়ারম্যান হাসিবুল হাসান, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।