
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সহিংসতা প্রতিরোধে গত ১২ নভেম্বর বুধবার সামাজিক সুরক্ষা দলের চলমান কর্মসুচীর স্থায়িত্বশীলতা শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টার সম্মেলন কক্ষে ইউএসএ আইডির অর্থায়নে পিএইচআর প্রোগ্রাম-পস্ন্যান ইন্টান্যাশনাল বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি, বহুব্রীহি ও সমাজ উন্নয়ণ প্রশিক্ষণ কেন্দ্র এ আয়োজন কর্মশালার করে। কর্মশালায় মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, লিগ্যাল কাউন্সিলর আয়শা আক্তার বানু, মাষ্টার টেইনার মিজানুর রহমান, রাবেয়া খাতুন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কমিউনিটি ফ্যাসিলেটেটর উম্মে কুলসুম বেবী, সাংবাদিক মোরশেদ-উল-আলম প্রমূখ বক্তব্য রাখেন।