বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬৫

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:

চিরিরবন্দরে পুলিশের সাঁড়াশি অভিযানে গত ৩ দিনে নাশকতা, কেন্দ্র পোড়া, সহিংসতাসহ বিভিন্ন মামলার ৬৫ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা গেছে, গত ২৮,২৯ ও ৩০ জুন ৩ দিনে জিআর মামলায় ৫৩ জন সিআর মামলায় ১২ জনসহ মোট ৬৫ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে। থানা সুত্রে জানা গেছে, গত জুন মাসে জিআর মামলায় ১১৯ জন সিআর মামলায় ২৯ জন ও সাজাপ্রাপ্ত আসামী ৭ জনসহ সর্বমোট ১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। চিরিরবন্দর থানার ওয়ারেন্ট তামিলকারী এসআই সেকেন্দার আলী জানান, চিরিরবন্দরে ওয়ারেন্টকৃত সকল আসামীকে পাওয়া মাত্রই গ্রেফতার করা হবে। অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান জানান, ব্যাপক সাঁড়াশি অভিযান চলছে। যে কোন মূল্যে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে কাজ করছি।