শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে পূর্ব শত্রুতার জেরে বসত ভিটা আগুনে পুড়ে ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি সাধন

আব্দুর রাজ্জাকঃ

দিনাজপুরের চিরিরবন্দরে পূর্ব শত্রুতার জেরে বসত ভিটা আগুনে পুড়ে ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি সাধনের ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার ৩নং ইউনিয়নের বড় হাসিমপুর গ্রামে উক্ত ঘটনা ঘটে ২০ অক্টোবর সোমবার। জমি সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে বসত ভিটায় আগুন দেয়ার ঘটনা ঘটে বলে গ্রামবাসীরা জানান। গ্রামবাসীরা আরও জানান, কালঠু মোহাম্মদ’র প্রথম স্ত্রীর দ্বিতীয় পুত্র তোরাব আলী মাস্টারসহ বাকি চার পুত্রের সাথে দ্বিতীয় স্ত্রীর তিন পুত্রের দ্বন্ধ শত্রুতায় আকার নেয়। ৪৮ শতাংশ বসত ভিটা ভাগাভাগি ছিল শত্রুতার মুল কারণ। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, কালঠু মোহাম্মদ’র দ্বিতীয় স্ত্রীর তিন পুত্র নুর ইসলাম, এনামুল হক ও ওবায়দুল হকের বসতভিটায় গত সোমবার বিকেলে তার সৎভাই তোরাব আলী মাস্টারসহ বাকি চার ভাই আগুন ধরিয়ে দিলে ঘরের ভিতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও দুই বাড়ির মধ্যখানে তিন ভাই ইটের দেয়াল তৈরী করলে তোরাব আলী মাস্টার সেটি ভেঙ্গে দেন বলে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান। এতে ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলেও ভুক্তভোগী এনামুল হক জানান। এব্যাপারে তোরাব আলী মাস্টার প্রতিবেদককে জানান, আগুন দেয়ার ঘটনা তারা নিজেরাই ঘটিয়েছে কিন্তু ইটের দেয়াল ভাঙ্গার সত্যতা স্বীকার করেছেন তিনি। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় মামলার প্রস্ত্ততি চলছিল।

 

Spread the love