শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চিরিরবন্দরে প্রতিবন্ধীদের অধিকার ও সরকারী উন্নয়ন কর্মসূচীতে অন্তর্ভূক্ত বিষয়ক কর্মশালা

Chirirbandar -26.12.13মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের চিরিরবন্দরে আজ  বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া ইউনিয়নের ভূষিরবন্দরস্থ  জেএসকেএস  প্রশিক্ষণ কেন্দ্রে  প্রতিবন্ধীদের  অধিকার ও সরকারী উন্নয়ন কর্মসূচীতে অন্তর্ভূক্ত বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিবিআর রোল অডিট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় সিডিডি এবং সিবিএম’র সহযোগিতায় অস্ট্রেলিয়ান এইড্’র আর্থিক সহায়তায় এবং জেএসকেএস’র আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেএসকেএস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল । কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান হাবিব এবং জেএসকেএস ’র প্রকল্প সমন্বয়কারী সাজ্জাদ হোসেন, টেকনিক্যাল কো-অর্ডিনেটর জোসনা রানী সর্দ্দার, প্রোগ্রাম কর্মকর্তা সাইফুল ইসলাম, সাংবাদিক চিরিরবন্দর প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি সদস্য, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও প্রতিবন্ধিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি ৫জন প্রতিবন্ধির মধ্যে হুইল চেয়ার ও স্ক্র্যাচ বিতরণ করেন।