দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ নশরতপুর উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত ম্যানেজিং কমিটিকে অনুমোদন না দিয়ে এডহক কমিটি অনুমোদন দেয়ার প্রতিবাদে গত রোববার বিদ্যালয় চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন মাও. আব্দুল ওয়াহেদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে নশরতপুর ইউপি চেয়ারম্যান মো. নুর-এ-আলম সিদ্দিকী নয়ন এবং অন্যান্যের মধ্যে নির্বাচিত সদস্য হৃষিকেশ চন্দ্র রায়, মাহবুবর রহমান, মকবুল হোসেন, অভিভাবক গনেশ চন্দ্র রায়, গনপতি রায়, যামিনী চন্দ্র রায়, এলাকাবাসী রফিকুল ইসলাম। সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন মঞ্জুরুল হক করিম হিটলার। উলেখ্য যে, ২৫ এপ্রিল ওই বিদ্যালয়ে সরাসরি ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
চিরিরবন্দরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
Please follow and like us: