
মোছা, সুলতানা রফিক চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ‘শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল’ এ শ্লোগানকে সামনে রেখে গত ১৪ মার্চ চিরিরবন্দর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং জেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় উপজেলা চত্বরে ৩ দিনব্যাপি প্রাথমিক শিক্ষা মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। মেলায় শিক্ষা উপকরণ প্রদর্শন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, গণিত প্রতিযোগিতা, আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা দেয়া হয়।
রোববার বিকেল ৫টায় মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমেশ চন্দ্র মজুমদার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র দিনাজপুর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোবারক হোসেন, জেএসকেএস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আইয়ুবুর রহমান শাহ্, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান হাবিব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র শিক্ষা সমন্বয়কারী হামিদুন্নেসা খানম বক্তব্য রাখেন।
এছাড়াও প্রধান অতিথি ৪০লাখ টাকা ব্যয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দ্বিতল ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রদত্ত ৪০বান্ডিল ঢেউটিন ও ১লাখ ২০হাজার টাকা, মৎস্য অধিদপ্তর প্রদত্ত ২৫জন মৎস্যজীবিকে বাই-সাইকেল ও পাতিল এবং সাইতাড়া ইউনিয়নে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।