সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময়

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সম্মেলন কক্ষে ১৭ অক্টোবর শনিবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পূজা উদযাপন পরিষদ ও প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মীর খায়রুল আলম, বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম রাববী, মহিলা ভাইস্ চেয়ারম্যান তরুবালা রায় বক্তব্য রাখেন। এ সময় জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মো. শামসুদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল জাকির, থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ্, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, ইউপি চেয়ারম্যান হাসিবুল হাসান, লিয়াকত আলী শাহ্, বিভিন্ন সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রেসক্লাবের সাংবাদিক মোরশেদ উল আলম, রফিকুল ইসলাম, আফছার আলী খান, আব্দুস সালাম, এম, এ কারী, মৃত্যুঞ্জয় সরকার, দয়াল চন্দ্র রায়, আনোয়ারুল হক, আলতাব হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারের বিগত ৬বছরে সরকারের অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহ জনগণকে অবহিত করে স্বাস্থ্য ও সামাজিক ইস্যুসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে জনসম্মৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ২ কোটি টাকা ব্যয়ে ৩টি ভবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩২ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ আওতায় ৪৯৮৮মে.টন খাদ্য শস্যের বিনিময়ে উন্নয়ন, ত্রাণ পূর্ণবাসন বিভাগে ৩ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে ১৬টি সেতু, স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের অধিনে ৪কোটি ৫৭ লক্ষ ২টি সেতু ও ৩টি স্কুলসহ বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক তথ্য উপস্থাপন করা হয়।