
চিরিরবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াছিন আলী (২৭) নামে এক ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনাটি গত ২৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার নশরতপুর গ্রামে ঘটেছে। থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতে-নাতে আটক করে। আটক ইয়াছিন আলী মো. মজনুর পুত্র। এ ঘটনায় পুলিশের এএসআই আব্দুর রহমান বাদি হয়ে থানায় মাদক আইনে ইয়াছিনের বিরুদ্ধে মামলা (নং ১৫) দায়ের করেন।