মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর বঙ্গবন্ধু হলে গত ২৮ অক্টোবর বুধবার সকাল ১০টায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদ বক্তব্য রাখেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক, পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জোনাল ম্যানেজার মো. নজরুল ইসলাম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব জিয়াউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আবু হেনা মোস্তাফা কামাল, সাংবাদিক মোরশেদ উল-আলম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হন সাংবাদিক মোরশেদ-উল-আলমের কন্যা তৌহিদা বুলবুল মৌরী।
চিরিরবন্দরে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
Please follow and like us: