
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে শীতার্তদের মধ্যে বহুব্রীহির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারী বুধবার বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ভূষিরবন্দরে বহুব্রীহি চত্ত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহুব্রীহির নির্বাহী পরিচালক জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন ইউপি চেয়ারম্যান বাবু সুনীল কুমার সাহা। অনুষ্ঠানে ৩শ হতদরিদ্র প্রবীণ ব্যক্তিকে শীতবস্ত্র প্রদান করা হয়। বিশিষ্ট লেখিকা আফরোজা অদিতি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলপএইজ ইন্টারন্যাশনাল সহায়তায় এ শীতবস্ত্র প্রদান করা হয়।