
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) উচ্চ মাধ্যমিক (এইচএসসি) প্রোগ্রামের প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে ১জনকে বহিষ্কার করা হয়েছে। গত ২৪ অক্টোবর শুক্রবার চিরিরবন্দরের রাণীরবন্দর মহিলা কলেজ কেন্দ্রে দ্বিতীয় দিনের পরীক্ষায় তাকে বহিষ্কার করা হয়েছে। বাউবির অধীনে গত ১৭ অক্টোবর উচ্চ মাধ্যমিক (এইচএসসি প্রোগ্রাস) পরীক্ষা শুরু হয়েছে। এবার রাণীরবন্দর মহিলা কলেজ কেন্দ্রে ২শ ৯৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত শুক্রবার ইংরেজি আবশ্যিক প্রথমপত্র বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. বেলায়েত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম দায়িত্ব পালন করেন। পরীক্ষা চলাকালে নকলের অভিযোগে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন। এছাড়া এ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।