রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বালু উত্তোলনকে কেন্দ্র করে ইজারাদার-গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

মোছা. সুলতানা রফিকুল, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বালুমহাল থেকে বালু উত্তোলন করাকে কেন্দ্র করে ইজারাদার পক্ষ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, গত ৭ মে বুধবার সকাল ১১টায় উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের খামার কৃষ্ণপুর গ্রামের পার্শ্বস্থ আত্রাই নদীর বালু মহালে ইজারাদার আমানুল্লাহ ও তার সঙ্গীয় লোকজন বালু উত্তোলন করতে যায়। বালু উত্তোলনে গ্রামবাসী তাদের বাঁধাদান ও ধাওয়া করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ খবর জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বালু মহাল থেকে বালু উত্তোলন করার কারণে নদীর পার্শ্বস্থ ফসলি জমি, ঘর-বাড়ি, নদী গর্ভে বিলীন হওয়ার আশংকায় গ্রামবাসীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক অফিসে ওই বালু মহাল ইজারা না দেয়ার জন্য আবেদন করে। গ্রামবাসীর আবেদনের কোন সুরাহা না করেই জেলা বালু মহাল ব্যবস্থাপনা কমিটি গত ১৬ মার্চ ওই বালু মহাল ইজারা প্রদান করে। এতে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উলে­খ্য যে, গত ১৯ মার্চ ইজারাদার বালু মহালে বালু উত্তোলন করতে গেলে গ্রামবাসীরা প্রতিরোধ করতে যায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ৭ ব্যক্তি আহত হন। এনিয়ে থানায় মামলাও হয়। গত ৪ মে ইজারাদার পুনরায় ওই বালু মহাল থেকে বালু উত্তোলন করতে গেলে উভয় পক্ষের মধ্যে পুন:রায় সংঘর্ষ বাঁধে। বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে ওই বালু মহালে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে অভিজ্ঞমহল ধারণা করছেন। গ্রামবাসীরা সৃষ্ট সংকট নিরসনে আশু জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।