সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
- Email
- Facebook
-
>> <<
আপনি এখানে:প্রথম পাতা খবর চিরিরবন্দরে বাল্যবিবাহ বন্ধে নাটক প্রদর্শন
চিরিরবন্দরে বাল্যবিবাহ বন্ধে নাটক প্রদর্শন
চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের হরিসভাপাড়ায় গত ১৮ অক্টোবর রোববার বিকেল ৫টায় বাল্যবিবাহ বন্ধ এবং এর কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আমাদের ময়না নামে একটি নাটক প্রদর্শিত হয়েছে। সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে)’র আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় এ নাটকটি প্রদর্শিত হয়। শিশুদলের সদস্যরা এ নাটকটিতে অভিনয় করে। নাট্যানুষ্ঠানটি পরিচালনা করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর তুলশী চক্রবর্তী ও অজিত চন্দ্র রায়। এলাকার ২/৩শ আবালবৃদ্ধবণিতা এ নাটকটি উপভোগ করেন।