
সুলতানা রফিক, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনামূলক ময়নার বিয়ে নামে একটি নাটক মঞ্চায়িত হয়েছে। এ নাটকটি গত ২০ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ আলোকডিহি গ্রামের মোল্লাপাড়ায় মঞ্চায়িত হয়েছে। নাটকটির আয়োজন করে শিশু ফোরাম, গ্রাম উন্নয়ন সংগঠন, সিপিজি/এসপিজি এবং ইউনিয়ন পরিষদ। এতে সার্বিকভাবে সহযোগিতা করেন সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘পার্টনারশীপ’ শিশু বিবাহ প্রতিরোধ প্রকল্প। নাটকটিতে নেতৃত্ব দেন শিশু দলের সদস্য লতিকা রায়। নাটকের বিভিন্ন চরিত্রে মমতা রায়, বন্যা, পপি, শিখা, সিমা, লিমা, ঝর্ণা, শান্তি, স্মৃতি, ললিতা ও ধনমনি অভিনয় করেন। গণসচেতনা সৃষ্টির লক্ষ্যে এ নাটকটিতে বাল্যবিবাহের নানা কুফল এবং বর্তমান সমাজ ব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরেন শিশু অভিনয় শিল্পীরা। নাটকের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সমিন্দ্র নাথ রায়। অনুষ্ঠানে এসইউপিকের টেকনিকেল কর্মকর্তা মমিনুল হক, কমিউনিটি ফ্যাসিলিটেটর তুলশী চক্রবর্তী, অজিত চন্দ্র রায়, দুলাল চন্দ্র রায়সহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাটকটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।