রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বাল্যবিবাহ প্রতিরোধ দিবস উদ্যাপন

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: বাল্যবিবাহ বন্ধ করি, সুখী-সুন্দর সমাজ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৯ সেপ্টেম্বর সোমবার চিরিরবন্দর উপজেলার ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ে প্রটেক্টিং হিউম্যান রাইটস্ (পিএইচআর) প্রোগ্রাম ও সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে)’র সার্বিক সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ দিবস উদ্যাপিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসির সভাপতি শাহ মো. আনিসুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে প­্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মো. মোবারক হোসেন, এসইউপিকে’র নির্বাহী পরিচালক মো. মোজাফফর হোসেন, রিজিওনাল প্রজেক্ট ম্যানেজার মো. ইউসুফ আলী বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথি বলেন, বেঁচে থাকার জন্য প্রত্যেক মানুষের অবলম্বন প্রয়োজন। মানুষের প্রধান অবলম্বন হচ্ছে শিক্ষা। আর এ শিক্ষা বাল্যবিবাহের মাধ্যমে ব্যাহত হচ্ছে। তিনি আরো বলেন, বিয়ের বয়স ছেলেদের ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর নয় আরো বেশি করা প্রয়োজন ছিল।

দিবসটি উপলক্ষে জেন্ডার লুডু গেম, বির্তক প্রতিযোগিতা, আলোচনা সভা, স্বাক্ষর অভিযান ও টিএফডি শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামাজিক সুরক্ষা দল, এসএমসির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করে। একইদিন উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ওএফএম মোরশেদ-উল-আলমের সভাপতিত্বে অনুরুপ আরেকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Spread the love