
কাশী কুমার দাশ, স্টাফ রিপোর্টার : চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন মেধা বিকাশের ক্ষেত্রে পাঠাগার জ্ঞান যথেষ্ঠ ভূমিকা রাখতে পারে পাঠাগার হচ্ছে জ্ঞানের রাজ্য। কমলমতি শিশুরা এই জ্ঞান অর্জন করলে আগামীতে দেশ ও জাতির উন্নয়নে তারা বিশাল ভূমিকা রাখবে। শিক্ষার একটি অংশ হচ্ছে পাঠাগারভিত্তিক পড়াশুনা। যত পড়বে তত শিখবে। উপজেলায় এ ধরনের পাঠাগার ভিত্তিক শিক্ষা কখনও দেখা যায়নি। এই কার্যক্রম নিঃশন্দেহে প্রশংসনীয়। আমরা চাই পাঠাগার জ্ঞানের বিশাল জগতে শিশুরা বিচরণ করবে।
সোমবার চিরিরবন্দর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জেএসকেএস এর সহযোগিতায় বিদ্যালয় পাঠাগার বিষয়ক এ্যাডভোকেসী সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ ফিরোজ ইফতেখার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোঃ মোবারক হোসেন, জেএসকেএসএর প্রকল্প সমন্বয়কারী (শিক্ষা) মোঃ সাজ্জাদ হোসেনসহ উপজেলা সহকারী শিক্ষা অফিসারগণ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রাইমারী শিক্ষা টিসি জোস্না রাণী সরদার। সভায় অতিথিবৃন্দ প্ল্র্যানের সহযোগিতায় যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে তা আগামীতে অব্যাহত রাখার অনুরোধ জানায়। আগামীতে বিদ্যালয় পাঠাগারের স্থানীয় সরকার তথা জনগণের অংশগ্রহণ বাড়িয়ে এই কার্যক্রমকে গতিশীল রাখার পরামর্শ প্রদান করেন।