
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শহীদুজ্জামান। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লে¬ক্স অডিটরিয়ামে আলোচনা সভা করে। সভায় আবাসিক মেডিকেল অফিসার ডা. মেজবাহুল মোকাররাবীন, মেডিকেল অফিসার ডা. মোস্তফা আল মামুন, প্রেস ক্লাবের সম্পাদক মোরশেদ-উল-আলম প্রমূখ বক্তব্য রাখেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সর সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।