
মোঃ রফিকুল ইসলাম, চিরিরবন্দর প্রতিনিধি, দিনাজপুরঃ দিনাজপুর চিরিরবন্দরে স্কুল ছাত্রী প্রেমিকা বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে আমরণ অনশন শুরু করেছে । প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অবস্থান দেখে প্রেমিকসহ তার বাড়ীর লোকজনেরা পালিয়ে গেছে ।
মঙ্গলবার দুপুরে উপজেলার ৪ নং ইশবপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে প্রেমিকার অনশনের দৃশ্য চোখে পড়ে ।
প্রেমিক সফিকুল ইসলাম (২৩) তালিমুল কুরআন দাখিল মাদ্রাসার খন্ডকালীর শিক্ষক এবং উপজেলার হরিহরপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ।
অনশনকারী প্রেমিকা (১৫) হরিহরপুর কালোপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ও উপজেলার ইশবপুর গ্রামের মোকছেদ আলীর মেয়ে ।
এদিকে প্রেমিকা বলেন , ভালবাসার দোহাই দিয়ে প্রেমিক সফিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্থানে নিয়ে বিয়ের কথা বলে আমার সাথে শারীরিক সর্ম্পক করায় অন্তস্বত্ত্বা হয়ে পড়ি । প্রেমিকা সফিকুল ইসলাম কৌশলে আমার গর্ভপাত ঘটিয়েছে দাবি করেন ।
ইশবপুর ওয়ার্ড মেম্বার আব্দুল মাজেদ জানায় , গত ৩ দিন ধরে প্রেমিকা বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নিলে প্রেমিক সফিকুল ইসলাম কৌশলে পালিয়ে যায় । এরপর বাড়ীর অন্য লোকেরা মেয়েটির সাথে খারাপ আচারন করে এমনকি শারীরিক ভাবে লাঞ্চিত করে বাড়ী থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দিয়ে ওরাও পালিয়ে যায় ।
ইশবপুর ইউপি চেয়ারম্যান আবু রায়হান লিটন বলেন , আমি ব্যক্তিগত ভাবে ঐ এলাকায় গিয়েছি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রাম্য শালিশে বসে বিয়ের জন্য ছেলে বাবার সাথে কথা বলেছি । কিন্ত ছেলের বাবা এলাকার প্রভাবশালী হওয়ায় বিয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছে ।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে মোবাইলে জানিয়েছে । তবে মেয়ের বাবা লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থ গ্রহন করব বলে জানিয়েছেন ।