মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বোমা বিস্ফোরণে এক পুলিশ কনেষ্টবল গুরুতর আহত হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি গত ৪ জানুয়ারী শনিবার বেলা সাড়ে ১১টায় চিরিরবন্দর থানার সদর দরজার সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে আসা দিনাজপুর পুলিশ লাইনের কনষ্টেবল মাহবুর সকালে থানার সদর দরজার সামনে সিগারেট জ্বালিয়ে ম্যাচের জ্বলমত্ম কাঠি ফেলে দেয়। এ সময় পড়ে থাকা বোমায় আগুনের স্পর্শে বিষ্ফোরিত হয়। এতে মাহবুরের হাত, চোখ ও মুখ ঝলসে যায়। আহত পুলিশ কনেষ্টবলকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর দিনাজপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তবে থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করলেও বোমার বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান কোন দাহ্য পদার্থে আগুন লাগার কারনে এ দূর্ঘটনা ঘটেছে।