
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে গত ২৮ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয় অফিসে বীমার মরণোত্তর দাবীর চেক হস্তান্তর করা হয়েছে।
পেনশন বীমার নমিনী মেরিনা জান্নাতুন ফেরদৌস’র হাতে জীবন বীমা কর্পোরেশনের মরণোত্তর দাবী চেক হস্তান্তর করেন উন্নয়ন ম্যানেজার ইনচার্জ মো. ছলেমান গণি। এ সময় উন্নয়ন অফিসার মো. জবেদ আলী, বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল বারী সরকার, সাংবাদিক ও প্রধান শিক্ষক মোরশেদ-উল-আলমসহ সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উলেখ্য সাংবাদিক মোরশেদ-উল-আলমের মাতা মোসলিমা খাতুন চাকুরিরত থাকাবস্থায় পেনশন বীমা করেন। গত ১ বছর পূর্বে তিনি মৃত্যুবরণ করলে তাঁর পেনশন বীমার চেক নমিনী মরহুমার ছোট মেয়ে মেরিনা জান্নাতুন ফেরদৌস’র হাতে তুলে দেওয়া হয়।