
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় যহ্মা নিরোধ সমিতি (নাটাব) দিনাজপুর জেলা শাখার সভাপতি তাহের উদ্দিন আহমেদ বলেছেন, যহ্মা একটি অন্যতম প্রাচীন ঘাতক ব্যাধি। বাংলাদেশে যহ্মা পরিস্থিতি মধ্যে রয়েছে কফে জীবনুযুক্ত যহ্মা রোগীর হার প্রতি বছর প্রতি লাখে ১০০ জন পাওয়া যায়। প্রতি বছর প্রতি লাখে যহ্মা রোগে মানুষ মারা যায় ৫১ জন। শুধু চিকিৎসা নয় সচেতনতা বৃদ্ধিই পারে যহ্মা রোধ প্রতিরোধ করতে। বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা হচ্ছেন দেশ জাতির অহংকার। যহ্মা রোধ প্রতিরোধে মুক্তিযোদ্ধা ভাইদের এগিয়ে আসতে হবে।
গতকাল চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপেক্স হলরুমে বাংলাদেশ জাতীয় যহ্মা নিরোধ সমিতি নাটাব আয়োজিত মুক্তিযোদ্ধা ভাইদের নিয়ে যহ্মা রোধ প্রতিরোধে সামাজিক আন্দোলন পড়ে তুলতে উপজেলা মতবিনিময় সভায় তিনি সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন। যহ্মা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল মজিদ সরকার, মেডিকেল অফিসার ডাঃ নুসরাত শারমিন, ল্যাম্ব এর প্রোগ্রাম অফিসার অনুপ কুমার দাস, যহ্মা ও কুষ্ট নিয়ন্ত্রন সহকারী কর্মকর্তা মোঃ আশরাউজ্জামান, স্বাস্থ্য পরিদর্শন মোঃ মকবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নাটাব আঞ্চলিক প্রতিনিধি কাওসার উদ্দিন। মুক্তিযোদ্ধাদের পক্ষে যহ্মা রোগ প্রতিরোধ বিষয়ক বিভিন্ন ধরনের প্রশ্ন করেন মোঃ হাসান আলী, আব্দুর রহিম শাহ্, আব্দুল মজনু, মোঃ নুরুল ইসলাম, আনন্দ মহন রায়, জগদিশ চন্দ্র রায় ও নাটাব সদস্য মোঃ জাকিরুল হোসেন জাকির।