মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দর থানার পশ্চিম দিকে মাত্র ১শ গজ দূরে মুদি দোকানে এক দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাতে শিমুলতলী বাজারে মো. মুছার মুদি দোকানে এ চুরির ঘটনাটি ঘটে। এ সময় চোরেরা দোকানের উপরের টিন কেঁটে ভিতরে প্রবেশ করে নগদ ৭/৮ হাজার টাকাসহ অন্তত লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল নিয়ে চম্পট দেয়। উলেখ্য যে, গত ১ সপ্তাহ পূর্বে উপজেলার কাকলী শিল্প গোষ্ঠির সামনে থেকে ৩টি রিক্সা-ভ্যান চুরি হয়।