
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে রবিবার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ২শ’ গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু।