
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে গত ৮ অক্টোবর বুধবার উপজেলা বঙ্গবন্ধু হলে স্টুডেন্টস্ এসোসিয়েশন অব চিরিরবন্দরের আয়োজনে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টুডেন্টস্ এসোসিয়েশন অব চিরিরবন্দরের সভাপতি হাবিবুর রহমান লাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যক্ষ ইউসুফ আলী, অধ্যক্ষ জালালউদ্দিন মজুমদার, ডা. আবুবকর সিদ্দিক, প্রকৌশলী রাশেদুল ইসলাম রাশেদ, মোস্তাফিজুর রহমান ফিজার, মো. বেলাল হোসেন, জাকির হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শফিউদ্দিন, মো. খায়রুল আলম, এমএ সামাদ, মো. আব্দুল লতিফকে সম্মাননা প্রদান করা হয়।