
মো: রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর): দিনাজপুরের চিরিরবন্দরে মোহনা টিভির ৫ম বর্ষে পর্দাপণ উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বেলতলীবাজারে মোহনা টিভির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫ম বর্ষে পর্দাপণ উপলক্ষে র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। মোহনা টিভির চিরিরবন্দর প্রতিনিধি মোরশেদ উল আলম ও দর্শক ফোরামের আয়োজনে দর্শক ফোরামের সভাপতি লুৎফর রহমান শাহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিন্দার আলী, বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল বারী সরকার উপস্থিত ছিলেন। র্যালিতে সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩শতাধিক ছাত্রী উপস্থিত ছিল।