মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরের ঐতিহ্যবাহি রাণীরবন্দর ইছামতি ডিগ্রি কলেজে গত ১৩ অক্টোবর সোমবার ম্যানেজিং কমিটির অভিভাবকের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচিতরা হলেন- মো. মোশাররফ হোসেন, আলহাজ্ব মোবারক আলী শাহ্ এবং মো. আ. জববার। নির্বাচনে কলেজ অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম সার্বিক ব্যবস্থা তত্ত্বাবধান করেন।