দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সম্মেলন কক্ষে আজ সোমবার শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে শিক্ষকদের করণীয় বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রটেক্টিং হিউম্যান রাইটস প্রোগ্রাম। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আরিফ মাহফুজ। কর্মশালায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি অফিসের এ্যাডভোকেসী কমিউনিকেশন্স ম্যানেজার মো. জোবায়েদ হোসেন, পিএইচআর প্রোগ্রামের রিজিওনাল প্রজেক্ট ম্যানেজার মো. ইউসুফ আলী, প্রধান শিক্ষক মাহাতাব উদ্দীন সরকার, প্রধান শিক্ষক মোরশেদ-উল-আলম বক্তব্য রাখেন। কর্মশালায় উপজেলার ৭৫টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
চিরিরবন্দরে যৌন হয়রানি প্রতিরোধে কর্মশালা
Please follow and like us: