শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে রানীরবন্দরে সাধারন ভ্যান গাড়ীর চেয়ে ব্যাটারি চালিত ভ্যান গাড়ীর এখন কদর বেশী

মানিক রানীরবন্দর থেকে: মানুষ সর্বদা সময়ের দাম একটু বেশী দিয়ে থাকে তাই প্রয়োজনে ছুটছে দূত গতির যানবাহনে। তাই রানীরবন্দরে ব্যাটারি চালিতো ভ্যান গাড়ী তৈরীর ধুম পড়েছে , মানুষ বিভিন্ন সংস্থা থেকে ক্ষুদ্র ঋণ করে অনাসে এ যানবাহন চলাচলে ঋণ ঝুকি ও তার সাথে সড়ক দুরঘটনার মত ঝুকি নিচ্ছে। এতে সাধারন ভ্যান চালকরা পড়ছে বিপাকে, মানুষ স্বাশন্দ বোধ করছে দূত গতির যানবাহনে তাই মানুষ যেমন টা সুবিদা পাচ্ছে বিপদে পড়ছে সাধারন ভ্যান চালক । তাই তাদের এখন সংসার চলা হুমকির মুখে ।