শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চিরিরবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দর উপজেলার খামার সাতনালা গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জববার (৬২) গত শুক্রবার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করার পর বিকাল ৪ টায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহে…….রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার সকালে ইছামতি ডিগ্রী কলেজ মাঠে জানাজা নামাজের পূর্বে রাষ্ট্রী মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, চিরিরবন্দর থানার ওসি আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হান্নান মোহাম্মদ সাদেক ছোটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুবুর রহমান শাহসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে, ১ মেয়েসহ শুভাকাঙ্খী রেখে যান। তাঁর হাঠাৎ মৃত্যুতে সাবেক রাজশাহী বিভাগীয় হুইপ আলহাজ মো: মিজানুর রহমান মানু গভীর ভাবে শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।