দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে ১৯৮ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনার (স্লিপ) টাকা বিতরণকে কেন্দ্র করে শিক্ষা অফিসার কর্তৃক মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সুত্রমতে, গত ২০১৫-১৬ অর্থ বছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে ১৯৮ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য বিদ্যালয় প্রতি ৪০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত টাকা শিক্ষা প্রতিষ্ঠানের একাউন্টে জমা দিলেও বিপরীতে প্রধান শিক্ষকদের নিকট হতে কিছু দালাল জাতীয় শিক্ষকের মাধ্যম ২ থেকে ৩ হাজার করে টাকা বাধ্যতামূলক আদায় করেন উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান। নাম প্রকাশে অনিচ্ছুক অধিকাংশ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন, শিক্ষা অফিসার জাকিরুল হাসান অত্রাফিসে যোগদান করার পর হতে কিছু দালাল চক্রের সাথে হাত মিলিয়ে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদের উচ্চতর স্কেলে উন্নীত করার নামে মোটা অংকের টাকা আদায়সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। এ ছাড়া গত ২০১৪-১৫ অর্থ বছরে উপকরণ ক্রয় বাবদ স্কুল প্রতি ৫ হাজার টাকা বরাদ্দের বিপরীতে একই কায়দায় প্রধান শিক্ষকদের জিম্মি করে দালাল সিন্ডিকেট চক্রের সাথে আঁতাত করে একটি পকেট কমিটির নামে ক্রয় কমিটি তৈরী করেন। ওই কমিটি যতসামান্য টাকায় নিম্নমানের উপকরনাদি ক্রয় করে বেশ কয়েকটি কেন্দ্রের মাধ্যমে বিতরণ করেন এবং ক্রয়কৃত উপকরনাদির ভাউচার সরবরাহ করে ভাউচারে স্বাক্ষরের জন্য তাগিদ দেন। এ ব্যাপারে শিক্ষা অফিসার জাকিরুল হাসান জানান, সমুদয় টাকা বিদ্যালয় একাউন্টের মাধ্যমে প্রদান করা হয়েছে। টাকা প্রদানের জন্য উৎকোচ গ্রহনের অভিযোগ সম্পুর্ন মিথ্যা।