বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে শিশু বিবাহ বন্ধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মো: রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নান্দেড়াই কামিল মাদ্রাসার সম্মেলন কক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এসইউপিকে, বহুব্রীহির শিশু বিবাহ বন্ধ প্রকল্পের সহযোগিতায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান। মাদ্রাসা সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ একরামুল হক, সাংবাদিক মোরশেদ-উল-আলম, হবিবর রহমান শাহ্, আলহাজ্ব মোহাম্মদ হোসেন, রাধারানী সরকার প্রমুখ।