শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে সনদপত্র ও পুরস্কারের অর্থ প্রদান

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রবিবার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কারের অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সনদপত্র ও পুরস্কারের অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ্, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব জিয়াউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (বালিকা) চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ কলেজ চিরিরবন্দর ডিগ্রী কলেজ, শ্রেষ্ঠ মাদ্রাসা সাতনালা সিরাজুল হুদা দাখিল মাদ্রাসা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নন্দন কুমার দাস, শ্রেষ্ঠ অধ্যক্ষ ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল হক, শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ একরামুল হক, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (বিদ্যালয়) জয়ন্ত কুমার রায়, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (মাদরাসা) রেজওয়ানা খাতুন, শ্রেষ্ঠ শিক্ষার্থী আল-আমিন, শ্রেষ্ঠ গার্ল গাইড তৌহিদা বুলবুল মৌরী, শ্রেষ্ঠ স্কাউট মারুফ হাসান, শ্রেষ্ঠ রোভার আব্দুর রাজ্জাক, শ্রেষ্ঠ গার্ল গাইড গ্রুপ, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক লুৎফর রহমান, শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক হোসেনে আরাকে সনদপত্র ও পুরস্কারের অর্থ তুলে দেয়া হয়।

Spread the love