
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ,দিনাজপুরের চিরিরবন্দরে সরকারী বেসরকারী কর্মকর্তাদের সাথে পলস্নীশ্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় চিরিরবন্দর অফিসার্স ক্লাবে পল্লীশ্রী চিরিরবন্দর শাখার আয়োজনে আমাদের প্রকল্প শীর্ষক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ মাহমুদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক হোসেন, কৃষি কর্মকর্তা মাহামুদুল হাসান, সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, সাংবাদিক দেলোয়ার হোসেন বাদশা, পলস্নীশ্রী দিনাজপুরের প্রকল্প ব্যবস্থাপক তহিদুল হক, পলস্নীশ্রী চিরিরবন্দর শাখার ফিল্ড ফেসিলিটেটর মাসুদ হাসান, মিজানুর রহমান, আখেরা খাতুন, রঞ্জু তিরকি ও বিভিন্ন ইউনিয়নের সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।