
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর প্রেসক্লাবের উদ্যোগে এবং নশরতপুর ইউপি চেয়ারম্যানের আয়োজনে গত ১০ নভেম্বর সোমবার রাণীরবন্দরের ওয়েসিস স্কুল এন্ড কলেজ চত্বরে দৈনিক করতোয়ার খানসামা উপজেলা প্রতিনিধি মকবুল হোসেনের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও ওয়েসিস স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো. নুর-এ-আলম সিদ্দিকী নয়ন। অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক মো. আব্দুর রহমান, এমএ কারী, দয়ারাম রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওএফএম মোরশেদ উল আলম এবং প্রয়াত মকবুল হোসেনের সহধর্মিনী ওমেদা খানম বক্তব্য রাখেন।
এসময় সাংবাদিক রফিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় সরকার, দয়াল চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রয়াত সাংবাদিক মকবুল হোসেনের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন ও তাঁর বিদেহী আত্ন্যার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।