বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে সিভিল সোসাইটির সাথে এনডিএফ এর মতবিনিময় সভা

দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দরে সিভিল সোসাইটির সাথে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এনডিএফ) মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চিরিরবন্দর নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে বিশেষ আলোচনা করা হয়।

 

 

 

 

Chir 1ফাউন্ডেশনের সভাপতি নির্মল সরেনের সভাপতিত্বে চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রানকৃষ্ণ ঘরামী, এনডিএফ দিনাজপুরের ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার মেসমাউল সরকার, এনডিএফ চিরিরবন্দর শাখার ইউনিট ম্যানেজার আব্দুস সামাদ, কারেঙ্গাতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাকিব সরকার, সাংবাদিক দেলোয়ার হোসেন বাদশা, আব্দুস সালাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Spread the love