
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গত ১৬ জুন বৃহস্পতিবার বঙ্গবন্ধু হলে আর্থ-সামাজিক ক্ষুদ্র ঋণ কর্মসূচী বাস্তবায়নে সুফলভোগীদের দক্ষতা উন্নয়ণে ৫দিনব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
উপজেলা সমাজ সেবা কার্যালয় (১২ জুন হতে ১৬ জুন) ৫দিন ব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণার্থীদের উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদ সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মইনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দিনাজপুর জেলা সমাজ সেবা উপ-পরিচালক স্টিফেন মুরমু, সাংবাদিক মোরশেদ-উল-আলম প্রমুখ বক্তব্য রাখেন। কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসারবৃন্দ।