
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বাংলাদেশ স্কাউটস্ চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে গত ২২ ফেব্রুয়ারী শনিবার বিকেলে স্কাউটস্ সপ্তাহ উদ্যাপন ও ব্যাডেন পাওয়েলের ১৫৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে সহকারী কমিশনার অধ্যক্ষ ইউসুফ আলী, মোরশেদ-উল-আলম, সম্পাদক লুৎফর রহমান, স্কাউটস্ লিডার মমিনুর রশিদ, উডব্যাচধারী জমশেদ আলী শাহ্সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউটস্ ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করে। র্যালীটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার অধ্যক্ষ ইউসুফ আলী। সভায় সহকারী কমিশনার মোরশেদ-উল-আলম, সম্পাদক লুৎফর রহমান, স্কাউটস্ লিডার মমিনুর রশিদ, উডব্যাচধারী জমশেদ আলী শাহ্ বক্তব্য রাখেন।