রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে স্কুল ছাত্র লিখনের আত্নহত্যা নাকি পরিকল্পিত হত্যাকান্ড!

Chirirbonমো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে স্কুল ছাত্র লিখন হত্যার ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে ও ঘায়েল করতে পরিকল্পিত একটি হত্যা মামলা দায়ের। এটি আত্নহত্যা না নাকি পরিকল্পিত হত্যাকান্ড। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ধুম্রজালের সৃষ্টিসহ দেখা দিয়েছে নানা প্রশ্ন?

জানা গেছে, উপজেলার সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের আজিবদ্দিনপাড়া ডাঙ্গিরপাড়ের একরামুল হকের পুত্র স্কুল পড়ুয়া ছাত্র আবু হাসান ওরফে লিখন (১৩) কে গত ২৮ আগস্ট মাগরিবের সময় তার নিজ ঘরের বারান্দার বাঁশের পাইরের সাথে গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলতে থাকে। এ অবস্থায় দেখতে পেয়ে তার মা হাজেরা বেগম চিৎকার করে ওঠে। এসময় পাড়া-প্রতিবেশিরা ছুঁটে আসে। এসময় লিখনের দাদী আছিয়া বেগম তড়িঘড়ি করে তাকে সেখান থেকে নামিয়ে মাথায় পানি ঢালতে থাকে। এসময় আগন্তুক পাড়া-প্রতিবেশি লোকজন লিখনের প্রস্রাবের আলামত এবং মুখ দিয়ে ফেনা বের হওয়া দেখতে পান। কিন্তু শরীরের কোথাও রক্তের দাগ দেখতে পাননি। এঘটনায় লিখনের পিতা একরামুল হক পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার আনসার ভিডিপির ইউপি কমান্ডার খলিলুর রহমান (৫৫) এবং তার দু’পুত্র বেলাল হোসেন (৩৫) ও আশরাফুল ইসলাম (৩০) কে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং ২৪। এ মামলায় পুলিশ খলিলুর রহমানকে গ্রেফতার করে ৫দিনের রিমান্ডের আবেদন করে। এ মামলা দায়েরের পর থেকে ওই এলাকায় এটি আত্নহত্যা না নাকি পরিকল্পিত হত্যাকান্ড। এ ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে ধুম্রজালের সৃষ্টি হয় এবং দেখা দেয় নানা প্রশ্ন?

সরজমিনে জানা গেছে, একরামুল হকের পিতা মৃত মনিরউদ্দিন জীবদ্দশায় ছাগলকে বলাৎকা করে।& ঘটনায় ইউপি কমান্ডার খলিলুর রহমান তার বিচার ও শাস্তির ব্যবস্থা করেন। এ ঘটনা থেকে দু’পরিবারের মধ্যে শত্রুতা শুরু হয়। ঘটতে থাকে একেরপর এক মামলা-মোকদ্দমা। এরই জের ধরে গত দু’মাস পূর্বে একরামুল হকের ছাগল খলিলুর রহমানের আমন ধানের চারা খায়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের এক রক্তক্ষয়ী সংঘর্ষ হলে খলিলুর রহমান বাদি হয়ে হত্যার চেষ্টার মামলা দায়ের করলে একরামুল হকের বড় ভাই শামসুল হক গ্রেফতার হন। তখন থেকেই তাদের বিরোধ তুঙ্গে ওঠে। এক পক্ষ অপর পক্ষকে ফাঁসাতে কৌশল অবলম্বন করতে থাকে। প্রতিবেশি জিন্নাতুন নেসা, আব্দুর রহমানের স্ত্রী সাবিনা বেগম, মহিরউদ্দিন ওরফে মঙ্গুলুর স্ত্রী ছমিলা বেগম, এনামুল হকের স্ত্রী মাজেদা বেগম জানান একে অপর পক্ষকে বিভিন্ন সময় নানা হুমকি প্রদর্শন করতে থাকে। গত ২৮ আগস্ট মাগরিবের সময় তার নিজ ঘরের বারান্দার বাঁশের পাইরের সাথে গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলতে দেখে তার মা হাজেরা বেগম চিৎকার করে ওঠে। এসময় পাড়া-প্রতিবেশিরা ছুঁটে আসে। এসময় লিখনের প্রস্রাবের আলামত এবং মুখ দিয়ে ফেনা বের হওয়া দেখতে পান। কিন্তু শরীরের কোথাও রক্তের দাগ দেখতে পাননি। একরামুল হকের বাড়ি থেকে কাউকে বের হতে দেখেছেন কিনা জানতে চাওয়া হলে কাউকে দেখেননি বলে তারা জানান। এলাকাবাসী সুত্রে জানা গেছে, আনসার ভিডিপির ইউপি কমান্ডার খলিলুর রহমান (৪৭) ওইদিন সন্ধ্যা পর্যন্ত ইসবপুর ইউনিয়নের দক্ষিণনগর বাড়াইপাড়ায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির পল­ী বিদ্যুতের নতুন সংযোগ লাইনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিন্যাকুড়ি বাজারে নাপিত চিত্র শীলের দোকানে সাইকেল রেখে প্রয়োজনীয় কাজ শেষে রাতে বাড়ি ফেরেন। বিন্যাকুড়ি বাজারের কনফেকশনারী ব্যবসায়ী সবুজ, টোল আদায়কারী ফারুক হোসেন, সাতনালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ জানান, ওই সময় তিনি বাজারে ছিলেন। অপরদিকে, এলাকাবাসী জানান খলিলুর রহমানের পুত্র আশরাফুল ইসলাম (১৬) ২০১৪ইং সালে এসএসসি পাশ করেছেন। সে ওই সময় মসজিদে নামাজ পড়তে ছিল। বেলাল হোসেন বাড়ির উত্তরপাশে ২শ গজ দুরে রিক্সা-ভ্যান চালক মমিনুলের সঙ্গে মাছ শিকার করছিলেন। এসব অভিযোগ অস্বীকার করে নিহত লিখনের মা হাজেরা বেগম বলেন, তিনি ছেলের হত্যাকারীদের তার বাড়ি হতে এক সঙ্গে বের হতে দেখেছেন। তবে সন্ধ্যার পূর্ব থেকে একরামুলের বাড়ির সামনে টংগে বসে থাকা স্কুল ছাত্র আনোয়ার ও দেলোয়ার বলেন, তারা ওই বাড়ি থেকে কাউকে পালাতে দেখেননি। এ ঘটনায় এলাকায় ব্যাপক গুঞ্জন চলছে। এলাকাবাসী আরো বলেন, একদিন না একদিন প্রকৃত ঘটনা ফাঁস হবেই এতে কোন সন্দেহ নেই।

 

Spread the love