শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে স্প্রি স্টেক হোল্ডারদের প্রশিক্ষণ সম্পন্ন

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে রবিবার বিকেল ৩টায় মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা শীর্ষক স্প্রি স্টেক হোল্ডারগনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। চিরিরবন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান বক্তব্য রাখেন। এসময় সহকারী শিক্ষা অফিসার মো. আরিফুল রহমান, একেএম আনোয়ারুল কবির, মো. সেরাজুল ইসলাম, মো. মিজানুর রহমান সহ সকল শিক্ষা অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপজেলা সকল বিদ্যালয়ের স্প্রি কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।